ইকবাল হোসেন:
রামগঞ্জ উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী জাবেদ হোসেন উপজেলা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার বিকালে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আবু তাহেরের নিকট স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জাবেদ হোসেন তার মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী জাবেদ হোসেন সাংবাদিকদের জানান, আওয়ামীলীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে নৌকা প্রতীক তুলে দিয়েছেন।
কোন ষড়যন্ত্রই নৌকার বিজয় ছিনিয়ে নিতে পারবে না ইনশাল্লাহ। তিনি এসময় সকল নেতাকর্মীকে বিভেদ ভুলে দলের জন্য, দেশের জন্য, সকল ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীদের জন্য একযোগে কাজ করারও আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সপিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছু, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মহি উদ্দিন সুজন, পৌর যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশিদ আকন্দ, রামগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন ইরান পাটোয়ারী, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইমরান হোসেন বাচ্চু, রামগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান সুমন, কাউন্সিলর মনির হোসেন রানা, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রুবেল, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আশরাফ রাজু, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সহিদ চৌকিয়া, ভাদুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য প্রার্থী দানিছ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আলম, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা লিপন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল মজিদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আরমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজনসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সর্বস্তরের লোকজন।