নিজস্ব প্রতিবেদক: রামগঞ্জ উপজেলার কৃতি সন্তান, সাবেক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক জিয়াউল হক জিয়ার ৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বাদ জুমা দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রামগঞ্জ উপজেলা জিয়াউল হক জিয়া পরিষদের আহবায়ক ও সাবেক মেয়র হানিফ পাটোয়ারীর সার্বিক তত্বাবধানে রামগঞ্জ পাট বাজার দারুস সালাম জামে মসজিদে আজ শুক্রবার কোরআন খতম ও বাদ জুমা দোয়ার আয়োজন করা হয়।
পাট বাজার জামে মসজিদের খতীব মাওলানা আবদুর রহমান দোয়া ও মুনজাত পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক বিএনপি নেতা মিজানুর রহমান মিরন, আবদুস সাত্তার লাতু, যুবদল নেতা মনির হোসেন, আবদুল হান্নান টিটু ও সুমন চৌধুরীসহ মসজিদের মুসুল্লীগণ।
উল্লেখ্য ২০১৬ইং সনের ৪ নভেম্বর কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক, চারবারের সাংসদ ও সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী আধুনিক রামগঞ্জ উপজেলার উন্নয়নের রূপকার জিয়াউল হক জিয়া ক্যান্সারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের একটি হসপিটালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।