নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দাবীতে রামগঞ্জ উপজেলা বিএনপির উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে বিএনপি দলীয় সাবেক সাংসদ নাজিম উদ্দিন আহম্মেদের বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম ভিপির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ নাজিম উদ্দিন আহম্মেদ।
এসময় বক্তব্য রাখেন, তেজগাঁও থানা বিএনপির সভাপতি এল রহমান, মতিঝিল থানা বিএনপির সভাপতি হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, উপজেলা বিএনপির সহ সভাপতি সাহাব উদ্দিন তুর্কী, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর শাহ আলম, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন মোল্লা, সদস্য সচিব আলমগীর হোসেন, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন চৌধুরী বাচ্চু, লায়ন নুরুল আলম বাচ্চ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জহির রায়হান বাবু, পৌর ছাত্রদলের আহবায়ক শাহিন আলম মুন্না, ছাত্রদল নেতা এমরান হোসেন রাসেল, যুবদল নেতা ডাক্তার আরমান খাঁন জয়, রাকিব হোসেনসহ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমূখ।