নিজস্ব প্রতিবেদক:
মুজিব শতবর্ষ উপলক্ষে এসডিজি-৩ এর অধীনে সকল বয়সী মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে স্কুল পর্যায়ে হেলথ কার্ড বিতরণ ও হেলথ স্কিনিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১টায় রামগঞ্জ উপজেলার ফতেহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ফতেহপুর জামিউল উলূম ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে হেলথ কার্ড বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার (শিক্ষা ও আইসিটি)।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফুল্লাহ আস শামসের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাক্তার আশফাকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোনাজের রশিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোহাইমেন প্রমূখ।
