নিজস্ব প্রতিবেদক:
মুজিব বর্ষের অঙ্গীকার-কৃষি হবে দূর্বার এ শ্লোগানে রামগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যেগে আজ উপজেলার ৫শত ৫০জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে বীজ ও রাসায়নিক সার।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে রবি/ ২০২১-২২ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, খেসারি, চিনাবাদাম, মুগ ও মসুর ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা বৃদ্ধির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী।
উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কমল কুমার বর্মনের সঞ্চালনায় ও উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দারের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী ও উপজেলা একাডেমীক সুপারভাইজার শরীফুল্লাহ আস শামস প্রমুখ।