নিজস্ব প্রতিবেদক: রামগঞ্জে বিদ্যুতের স্পুলিঙ্গ থেকে সংগঠিত আগুনে এক অসহায় পরিবারের পুরো বসতঘর ও সম্পূর্ণ মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে। আগুনে প্রায় ৭লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান ঘরের মালিক বাবুল মিয়া।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় রামগঞ্জ পৌর আঙ্গারপাড়া গ্রামের সাবেক কাউন্সিলর আরজু মিয়া বাড়ীর বাবুল মিয়ার বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বাবুল মিয়ার পুড়ে যাওয়া বসতঘরটি আজ বৃহস্পতিবার সরেজমিনে দেখতে ঘটনাস্থলে যান রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।
আগুনে ক্ষতিগ্রস্থ বাবুল মিয়া জানান, রাত প্রায় সাড়ে ১২টার দিকে বিদ্যুতের মিটার থেকে আগুন লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন রামগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিয়ে নিজেরাই চেষ্টা করেন আগুন নিয়ন্ত্রনে আনতে। ফায়ার সার্ভিস যথাসময়ে এলেও সড়কের খারাপ দশার কারনে তারা গাড়ী নিয়ে বাড়ীতে ঢুকতে পারেনি। স্থানীয়দের চেষ্টার আগেই বসতঘর ও সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৬ হাজার টাকা, ২ বান্ডিল ঢেউটিন ও ২ মাসের খাবার ক্ষতিগ্রস্থ বাবুল মিয়ার হাতে তুলে দেন।
রামগঞ্জ ফায়ার ষ্টেশনের ওয়ারহাউজ ইন্সফেক্টর কামরুল হাসান জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে শেষ চেষ্টা করি। এতে আশেপাশের অন্য বসতঘরগুলো রক্ষা পেলেও বাবুল মিয়ার বসতঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করছি বিদ্যুতের স্পুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত।