মাহমুদ ফারুক: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৌকা প্রতীকের প্রার্থীদের বিরুদ্ধে এবং স¦তন্ত্র প্রার্থীর পক্ষে ভোটে অংশ নেয়ার অভিযোগে রামগঞ্জ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের ১৫ নেতাকে বহিস্কার করেছেন উপজেলা আওয়ামীলীগ। এছাড়াও একই অভিযোগে গত ১৬ নভেম্বর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় আরো ৫ নেতাকে দল থেকে বহিস্কার করা হয়।
গতকাল (২০ নভেম্বর) শনিবার রাতে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের সুপারিশক্রমে রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ তাদের বহিস্কার করেন।
নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ না করে দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোটে অংশগ্রহণ করায় গত ১৬ নভেম্বর উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন খাঁন, ভাদুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া, নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ হোসেন রানা, উপজেলা আওয়ামীলীগের সদস্য চন্ডিপুর থেকে ভোটে অংশগ্রহণকারী শামছুল ইসলাম সুমন ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটে বিভিন্ন সভা সেমিনার বক্তব্য দেয়ার কারনে একই ইউনিয়নের ইকবাল পাটোয়ারীকে বহিস্কার করা হয়।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু জানান, উল্লেখিত ৫জনকে দলের বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে কাজ করে দলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বহিস্কার করা হয়। কিন্তু ৫জনকে বহিস্কারের পরেও দেখা গেছে নেতাকর্মীদের মাঝে শৃঙ্খলা ফিরে আসেনি। তারা দলের বাহিরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বিভিন্ন যায়গায় বক্তব্য রাখছেন, দলীয় কার্যক্রমে বাধা হয়ে দাঁড়িয়েছেন। এমতবস্থায় উপায়ন্তর না দেখে জেলা আওয়ামীলীগের সভাপতি সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতাদের কাছে যাবতীয় প্রমানপত্র পেশ করে আরো ১৫জনকে বহিস্কারের আবেদন করা হয়।
আবেদনের প্রেক্ষিতে তাদের অনুমতিক্রমে ভাদুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন, ইছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ খাঁন, সাধারণ সম্পাদক এস আই ফারুক, সহ-সভাপতি অলি ব্যাপারী, আবদুস সালাম, কোষাধ্যক্ষ জাকির হাজী, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ কালু, জেলা যুবলীগের সাবেক সদস্য মাহাবুবুল আলম, লামচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুল হক টুনা, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তছলিম হোসেন ভূইয়া, নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মেশকাত হোসেন সর্দার, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহীম হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমানসহ ১৫জনকে বহিস্কার করা হয়।
আজ রবিবার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, রামগঞ্জ পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাফর উল্ল্যাহ, মনির হোসেন খোকন ও আমিনুল হক ভূইয়া স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিস্কারাদেশ প্রদান করেন।