মাসুদ রানা মনি:
লক্ষ্মীপুরের রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে পরাজিত ইউপি সদস্য (মেম্বার) প্রার্থীরা নব-নির্বাচিত ইউপি সদস্যকে ফুলের মালা ও ফুলের তোড়া উপহার দিয়ে ব্যাতিক্রমধর্মী সংবর্ধণা দিয়েছেন। ভ্রাতৃত্ববোধ আন্তরিকতা ও সকল ভেদাভেদ ভুলে সকলে এক হয়ে নিজ এলাকার জন্য কাজ করার ঘোষণা দিয়ে নির্বাচিত ইউপি সদস্যকে সংবর্ধণা দেয়ায় উপজেলাব্যাপি আলোচিত ঘটনায় পরিনত হয়েছে। এ ঘটনায় নির্বাচিত ইউপি সদস্য মহসিন মাল নিজেই হতবাক হয়ে গেছেন।
জানা গেছে গত ২৮ নভেম্বর রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের ৯নং ওয়ার্ড লক্ষ্মীধরপাড়ায় ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এতে বিপুল ভোটে টিউবওয়েল প্রতীকের মহসিন মাল জয়লাভ করেন।
পরাজিত প্রতিদ্বন্ধী প্রার্থীরা এই জয়কে ইতিবাচক ধরে নিয়ে ২৯ নভেম্বর সন্ধ্যায় নব-নির্বাচিত মেম্বার মহসিন মালকে সংবর্ধণা দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। অনুষ্ঠানে এলাকার সহ¯্রাধিক লোক উপস্থিত হয়ে তাদের এ আন্তরিকতাকে স্বাগত জানান।
আবদুল হাই হীরার সভাপত্বিতে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান, ব্যবসায়ী নুরুল ইসলাম নুরু, সেলিম মাল, ব্যবসায়ী নুরু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের এই গ্রামে আজ পর্যন্ত রাজনীতি বা অন্য কোন ঘটনা নিয়ে কখনই সহিংসতা ঘটেনি। তারা আরো বলেন, সমগ্র দেশে পরাজিত প্রার্থীরা যদি আমাদের এলাকার মতো জয় পরাজয় মেনে নিয়ে, রাগ-ক্ষোভ ভুলে গিয়ে, সহিষ্ণু ও সৌহাদ্যপূর্ণ হয় তাহলে দেশের আর কোথাও মারামারি, হানাহানি থাকতে পারে না।
আমাদের পরাজিত প্রার্থীরা এভাবে সংবর্ধণা দিয়ে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উপজেলাব্যাপী আলোড়ন সৃষ্টি করেছেন। আমরা তাদেরকে স্বাগত জানাই।