নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে রামগঞ্জ উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে ও সরকারী নির্দেশনামতে এবারের আয়োজন ভীন্নতরভাবে পালনে সকল শ্রেণী পেশার মানুষ প্রস্তুতিসভায় অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমিন, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু।
প্রস্তুতিসভায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রামগঞ্জ সরকারী কলেজ মাঠে কুচকাওয়াজ, তোপধ্বনি, সাংস্কৃতিক ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিশেষ সন্মাননায় জাতীয় পতাকা উত্তোলনসহ সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানালেন আয়োজকবৃন্দ।