নিজস্ব প্রতিবেদক: রামগঞ্জ থানার সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনকে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধণা দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বদলিজনিত কারনে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন ও অবসরজনিত কারনে পরিবার পরিকল্পনা কর্মকর্তা মায়া রানী দত্ত বনিক, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম এবং সহকারী কৃষি কর্মকর্তা প্রবল কৃষ্ণ মজুমদারকে এ সন্মাননা দেয়া হয়।
উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শরীফুল্লাহ আশ শামসের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবু তাহের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোনাজের রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ দে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মোহাইমেন, সহকারী প্রকৌশলী জুয়েল রানা প্রমূখ।