নিজস্ব প্রতিবেদক: সামাজিক সংস্থা রামগঞ্জ আলোর প্রত্যয়ের উদ্যেগে শাখা সংগঠনের মাধ্যমে উপজেলার কয়েকটি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে রামগঞ্জ পার্টি প্যালেস কমিউনিটি সেন্টারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাবেদ হোসেন।
সংগঠনের সভাপতি আরিফ হোসেনের সভাপতিত্বে ও হাবিব মাহমুদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনোয়ার হোসেন, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক, সাংবাদিক শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, সাংবাদিক এম কাউছার, শিক্ষক মোঃ ইউসুফ হোসেন, ইউপি সদস্য মোঃ মামুনুর রশিদ ও মহি উদ্দিন সুজন।
উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সিনিয়র সহ সভাপতি এডভোকেট শরীফ হোসেন, সহ সভাপতি, ফাহাদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সৈকত মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিপন, আরমান মিজি, রেদোয়ান রাশেদ, আরমান হোসেন, সাইফুল ইসলাম, শাহ এমরান সামির, ফরিদ হোসেন, এনাম হোসেন জিয়া, সাকিল মেহেরাজ, ইসমাইল হোসেনসহ সদস্যবৃন্দ।
উল্লেখ্য ২০১৭ সালে ভাদুর ইউনিয়ন থেকে পথচলা শুরু করে আলোর প্রত্যয় সংগঠন। রক্তদান, শিক্ষা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করাই মূল উদ্দেশ্য এ সংগঠনের।