নিজস্ব প্রতিবেদক: মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে ৫২২জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে লক্ষ্মীপুরের হলি ফাউন্ডেশন। আজ শনিবার সকালে পৌর শহরের হলি গার্লস স্কুল প্রাঙ্গণে এক আনুষ্ঠানিকভাবে এ বৃত্তি প্রদান করা হয়।
হলি গার্লস স্কুলের অধ্যক্ষ চৌধুরী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি সর্দার সৈয়দ আহম্মদ।
অন্যান্যদের মধ্যে ছিলেন, প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ রেজাউল করিম সুমন, বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ আহম্মেদ, সাংবাদিক সাজ্জাদুর রহমান, রাকিব হোসাইন রনি, শিক্ষক ফাতেমা বেগম, দিলরুবা আক্তার, আজগর হোসেন ও সেলিনা আক্তারসহ আরো অনেকে।
এসময় অতিথিরা প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ২০ জন ও বিশেষ বিবেচনায় ২ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন।
এর আগে গত মঙ্গলবার ২১ ডিসেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হলি ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্ত পঞ্চম শ্রেণীর ৫ শতাধিক মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বৃত্তি প্রদান করেন।