নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রামগঞ্জে আলোচনা সভা, র্যালী, ও হেফজ মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার সকাল দশটায় রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শান্তর সার্বিক ব্যবস্থাপনায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালী কলেজ গেট থেকে শুরু হয়ে রামগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা গেইট সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোরশেদুল আমিন বাবু, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন শান্ত, সাবেক জেলা ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন আহমেদ, কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মনির হোসেন পাটোয়ারী, শাহ মিরান শিহাব, আব্দুল আজিজ সোহেল, আরমান বেপারী, তানভীর হাসান ফয়েজ, সাংগঠনিক সম্পাদক শেখ ইসমাইল হোসেন, রাশেদ রেদোয়ান, কামরুল হাসান জিসান, সাহাদাত সাওনসহ কলেজ ও বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।