নিজস্ব প্রতিবেদক: অসহায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন তারুণ্যের আলো ব্লাড ডোনেশন ক্লাব।
আজ শুক্রবার বিকাল ৪টায় ২য় পর্যায়ে ব্রহ্মপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন খাঁন।
শিক্ষক আবদুল মোতালেব জুয়েলের সঞ্চালনায় ও ইউপি সদস্য এমরান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামগঞ্জ স্মার্ট একাডেমীর অধ্যক্ষ ড. মশিউর রহমান, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদ ফারুক, তারুণ্যের আলো ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা নাছির হোসেন তানভীর, সংশপ্তক এসোসিয়েশনের সভাপতি ইমাম হোসেন স্বপন, তারুণ্যের আলো ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা ইউসুফ শেখ, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুল্লাহ আল আমিনসহ সংগঠনের সদস্যবৃন্দ।