নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচিত ফেসবুকভিত্তিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “সম্ভাবনার রামগঞ্জ গ্রুপ” এর পক্ষ থেকে আজ শুক্রবার সকালে রামগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
রায়পুর এল এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান এর সভাপতিত্বে গ্রুপের মডারেটর মোঃ রাসেল মিয়ার সঞ্চালনায় বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক ফারুক, পানপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক আজিজ, দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোরশেদুল আমিন বাবু।
এসময় উপস্থিত ছিলেন, গ্রুপের শীতবস্ত্র বিতরণ কমিটির উদ্যোক্তা ও মডারেটর তাসলিমা আক্তার, ইসমাইল হোসেন এ আর, ইসমাইল হোসেন সোহাগ পাটোয়ারী, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক, সাংবাদিক বেলায়েত হোসেন বাচ্চু, ফারুক হোসেন, পারভেজ হোসাইনসহ গ্রুপের সদস্যগণ।