নিজস্ব প্রতিবেদক: রামগঞ্জে অজ্ঞাত (৮৫) এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে রামগঞ্জ উপজেলার বালুয়া চৌমহুনি বাজারস্থ হিমালয় কাউন্টারের পিঁছনের খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় লোকজন জানান, উদ্ধারকৃত ব্যক্তি গতকাল শুক্রবার রাতে বালুয়া চৌমহুনি বাজারে বিক্ষিপ্ত ঘোরাফেরা করলে স্থানীয় লোকজন তাকে খাবার দেয় এবং গরম কাপড় দিয়ে মুড়িয়ে দেয়।
পুলিশ জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে হিমালয় কাউন্টারের পিঁছনের খালে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হসপিটাল মর্গে প্রেরণ করেছি। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি তিনি একজন মানসিক রোগী। আমরা লাশটি শনাক্ত করতে সারাদেশের সব থানায় বার্তা প্রেরণ করেছি। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।