নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া এলাকায় অসহায়, দুস্থ, গরীব ও শীতার্তদের মাঝে গতকাল মঙ্গলবার সকালে কম্বল বিতরণ করা হয়।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে কম্বল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা।
কোডেকের ঢাকা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রেজোয়ান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেরোয়া ইউপি চেয়ারম্যান শাহিনুর বেগম রেখা, কোডেকের সিনিয়র জোনাল ম্যানেজার মো: নাজমুল হক, এরিয়া ম্যানেজার মো: রুহুল আমিন, আসাদুজ্জামান শেখ, পানপাড়া শাখা ম্যানেজার মো: মামুন প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ১৬০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেন। এসময় কোডেকের বিভিন্ন ইউনিটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।