সাখাওয়াত হোসেন:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৯টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যগণের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকাল ৪টায় রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা।
১নম্বর কাঞ্চনপুর, ২নম্বর নোয়াগাঁও, ৩নম্বর ভাদুর, ৫নম্বর চন্ডিপুর, ৬নম্বর লামচর, ৭নম্বর দরবেশপুর, ৮নম্বর করপাড়া, ৯নম্বর ভোলাকোট ও ১০নম্বর ভাটরা ইউনিয়নের ৮১ জন সাধারণ সদস্য ও ২৭ জন সংরক্ষিত নারী সদস্য শপথ পাঠ করেন।
এছাড়া ৪ নম্বর ইছাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন সংর্ঘষ, হত্যার ঘটনায় দায়েরকৃত মামলা জটিলতার কারণে গেজেট না হওয়ায় ইছাপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানসহ সদস্যগণের শপথ গ্রহণ স্থগিত রয়েছে।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তাহের ও কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন খাঁন, ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাবেদ হোসেন, চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন, লামচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিসান, দরবেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, করপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহীদ মীর্জা, ভোলাকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু, ভাটরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল ইসলাম বুলবুলসহ ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ।
এছাড়া একই দিন সকাল ১১টা লক্ষ্মীপুর জেলা প্রশাসক মিলনায়তনে উপরোক্ত ৯টি ইউনিয়ন পরিষদের ৯জন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানগণের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। উক্ত শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।