নিজস্ব প্রতিবেদক: বিয়ের সকল আয়োজন চলছে। তোরণ নির্মান থেকে শুরু করে আলোকসজ্জা, সবই করা হয়েছে। একদিকে গায়ে হলুদের অনুষ্ঠান, অন্যদিকে আগত মেহমানদের জন্য মুখরোচক খাবারের নানান আয়োজন।
ন্যাশনাল হেল্প লাইন ১০৯ এ কল করে কেউ একজন অভিযোগ করলে আয়োজনের শেষ মুহুর্তে এসে বাধ সাধে পুলিশ। বন্ধ করা হয় বাল্য বিয়ের অনুষ্ঠান।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের দক্ষিণ হাজীপাড়া পাটোয়ারী বাড়ীতে।
রামগঞ্জ থানার অধীনস্থ মোহাম্মদিয়া ফাঁড়ি থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ সোহাগ জানান, দক্ষিণ হাজীপুর পাটোয়ারী বাড়ীর স্কুল পড়ুয়া শিক্ষার্থীর (১৬) সাথে রামগঞ্জ পৌর আঙ্গারপাড়া গ্রামের আনু পাটোয়ারী বাড়ীর কালু মিয়া পাটোয়ারীর ছেলে রবিন পাটোয়ারী বিয়ের অনুষ্ঠান চলছিলো। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করার সকল আয়োজনও করা হয়েছে। ১০৯ এ কল দেয়ার পর রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করার জন্য নিকটাত্মীয়দের অনুরোধ করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মোঃ এমদাদুল হক জানান, ১০৯ থেকে কল পাওয়ার পর আমরা রাতে বিয়ে বাড়িতে গিয়ে কনের বয়স ১৮ বছর পর্যন্ত বিয়ে না দেয়ার জন্য তার মা ও বাড়ীর লোকজনকে অনুরোধ করি। এসময় বাড়ীর লোকজন ও নিকটাত্মীয়রা সরকারী বিধি মানার কথা জানিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন।