নিজস্ব প্রতিবেদক: “জনগণকে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদান করার মূখ্য উদ্দেশ্য” শ্লোগানে সরকার অনুমোদিত সর্ববৃহৎ মডেল ফার্মেসী ও চেইনশপ “ম্যাক্সহেলথ ফার্মেসী এখন আপনার প্রিয় শহর লক্ষ্মীপুরে।
আর্ন্তজাতিক মানের ১৫শ বর্গফুট বিশিষ্ট ফার্মেসী চেইন ষ্টোর এখন লক্ষ্মীপুরের উত্তর তেমহুনি থেকে মাত্র ২শ গজ পশ্চিমে ফায়ার সার্ভিস ষ্টেশনের বিপরীতে।
সার্বক্ষনিক সিসি ক্যামেরায় নিরাপত্তা ব্যবস্থা, সার্বক্ষনিক বিদ্যুৎ সুবিধা ও শীতাতপ নিয়ন্ত্রিত, সকাল ৮টা থেকে রাত ১২ টা পর্যন্ত ফামের্সী সেবা প্রদান।
এছাড়াও উক্ত মডেল ফার্মেসী থেকে ঔষধ ক্রয়ে সরকারের সংশ্লিষ্ট দফতর কর্তৃক নিয়ন্ত্রিত, কোন রকম ক্ষতিকর, নকল মানহীন বা মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা হয় না, ফার্মেসী কাউন্সিল কর্তৃক নিবন্ধিত অভিজ্ঞ ফার্মাসিস্ট রয়েছে যারা রোগীদের সর্বদা ঔষধ সেবনের ব্যাপারে পরামর্শ প্রদান, মানসম্মত ও প্রথম শ্রেণীর ঔষধ ব্যতিত দৈনন্দিন ব্যবহার করা প্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুযোগ।
এছাড়াও ম্যাক্সহেলথ ফার্মেসীতে ব্লাড প্রেসার মনিটরিং, সুগার লেভেল টেস্ট, শরীর তাপমাত্রা পরীক্ষা, নেবলাইজার, র্যাপিড প্রেগনেন্সী টেস্ট ও ওজন মাপার ব্যবস্থাসহ নিতপণ্য ক্রয়ের সুযোগ।
আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এ প্রতিষ্ঠানে রয়েছে পরিবার ও শিশুদের জন্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুবিধা।
ম্যাক্সহেলথ ফার্মেসী কোম্পানী লিঃ এর কর্ণধার মোঃ ফিরোজ আলম ভূইয়া জানান, গুণগত মানের ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করাই আমাদের প্রধান উদ্দেশ্য। সরকারীভাবে সারাদেশের সকল ফার্মেসীকে মডেল ফার্মেসীর আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শুধুমাত্র জনগণের সেবায় আমরা প্রতিদিনই ভালো কিছু করার জন্য কাজ করে যাচ্ছি। আশা করছি একটি সোনার বাংলা গড়তে আমরা একদিন সফল হবোই ইনশাল্লাহ।