নিজস্ব প্রতিবেদক: নাম মাত্র খরছে রামগঞ্জ ক্রিকেট একাডেমীতে ভর্তি চলছে। লাল সবুজের পতাকার প্রতিনিধিত্ব করতে পারবে তুমিও, পাশে থাকবে রামগঞ্জ ক্রিকেট একাডেমী এ শ্লোগানে রামগঞ্জ ক্রিকেট একাডেমীতে ভর্তি চলছে।
ভর্তি ফি মাত্র ১হাজার টাকা, মাসিক বেতন ৫শ টাকা, জার্সি, ট্রাউজার, ক্যাপ ও ক্যাডস আবশ্যক, জেলা কোচ দ্বারা সপ্তাহে ৩দিন অনুশীলন করানো হবে, নিজস্ব কোচ দ্বারা সপ্তাহের ৭দিন অনুশীলন করানো হবে, প্রতি বছর অনুর্ধ্ব ১২, ১৪, ১৬ ও ১৮’র জন্য খেলোয়াড় বাছাই করা হবে, যোগ্যতার মাপকাঠিতে জেলা টিমে খেলার সুযোগ, ক্রিকেট সংশ্লিষ্ট সকল সুযোগ সুবিধা প্রদান, অনুশীলনের সময় দুপুর ২.৩০ মিনিট থেকে সন্ধা ৬টা পর্যন্ত, গরীব সুবিধা বঞ্চিতদের জন্য জন্য বিশেষ ব্যবস্থা।
আগ্রহী ক্রিকেটপ্রেমীদের মোঃ পারভেজ মাহমুদ ক্রিকেট প্রশিক্ষক, রামগঞ্জ ক্রিকেট একাডেমী ০১৮৯২৫৯৫৩২৭ অথবা ০১৯৮৯২৯৭৩২২ নম্বরে কল করে বিস্তারিত জানার অনুরোধ করা হয়েছে।