নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রধানমন্ত্রীর সৌজন্যে এমপি আনোয়ার খানের উদ্যোগে গরীব, অসহায় শীতার্ত সুবিধাবঞ্চিত ২০হাজার মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন রামগঞ্জ আসনের সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন খাঁন। পাঁচদিন ব্যপি উপজেলার ১০টি ইউনিয়নে তিনি শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আজ শেষ করেছেন।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার ১নম্বর কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আনোয়ার খাঁন মডার্ণ মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁন।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন খাঁনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছু, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভ, কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাকির মোল্লাসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার ড. আনোয়ার হোসেন খান জয়পুরা স্কুল এন্ড কলেজ ও নোয়াগাঁও জনকল্যান উচ্চ বিদ্যালয় মাঠসহ বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্যে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সমাপ্ত করেন।