মোঃ সোহাগ : জীবিকার তাগিদে ছাদ ঢালাইয়ের কাজে গিয়ে নির্মানাধীন ভবন থেকে পড়ে লাশ হয়ে বাড়ী ফিরলেন রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর গ্রামের দুই সন্তানের জনক রিপন হোসেন (৩৫)।
তিনি ভাটিয়ালপুর গ্রামের দক্ষিণ জমাদ্দার বাড়ীর সিরাজুল ইসলামের ছেলে।
রিপন হোসেনের নিকটাত্মীরা জানান, তিনি বেশ কিছুদিন আগে ঢাকার একটি কোম্পানীতে ভবন নির্মান কাজে সহকারী হিসাবে যোগদান করেন।
গতকাল বৃহস্পতিবার বিকালে মনসিংহ শহরের একটি ভবনে কাজ করতে গিয়ে ৭তলা থেকে নিছে পড়ে মারাত্মক আহত হন।
স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকার সরোয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসলে আজ শুক্রবার ভোর ৪টায় চিকিৎসাধীন অবস্থায় রিপন হোসেন মারা যান।
আজ শুক্রবার রাত ১০টায় নিজ বাড়ীতে রিপন হোসেনের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান তার আত্মীয়স্বজনরা।