নিজস্ব প্রতিবেদক: রামগঞ্জে বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক, সামাজিক সহিংসতা, জঙ্গীবাদ প্রতিরোধে সর্বস্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
আজ সোমবার দিনব্যপি প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মসজিদের ইমাম, কাজী, রাজনৈতিক ও জনপ্রতিনিধি, পুরোহিত, সাংবাদিক নেতৃবৃন্দ।
উপজেলা অর্থ, বাজেট, পরিকল্পনা, স্থানীয় সম্পদ আহরণ কমিটির উদ্যেগে আয়োজিত প্রশিক্ষণ সভায় বক্তাগণ এসময় বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন বন্ধে করনীয়, মাদক নির্মূল, সামাজিক সহিংসতারোধে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিফাত আরা সুমীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কার্তিক চন্দ্র, জাইকা কর্মকর্তা এরশাদ মোঃ রাসেল, ও রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ ইমরান হোসেনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।