নিজস্ব প্রতিবেদক: হেমো ডায়ালাইসিস, বিশেষজ্ঞ চিকিৎসক ও কিডনি বিষয়ে ডায়াগনস্টিক সেবার লক্ষ্য নিয়ে রামগঞ্জে প্রথমবারের মতো চালু হয়েছে আধুনিক কিডনি ডায়ালাইসিস সেন্টার।
আজ মঙ্গলবার দুপুরে পৌর ওয়াপদা সড়ক এলাকার রামগঞ্জ থানার পশ্চিম পাশে স্থাপিত এ কিডনি ডায়ালাইসিস সেন্টারের শুভ উদ্বোধন করেন, ঢাকার সরোয়ার্দী হসপিটালের নেপ্রোলজি ও ডায়ালাইসিস বিশেষজ্ঞ ডাক্তার গোলাম ফাহাদ ভূইয়া।
হসপিটালের ভাইস চেয়ারম্যান মমিন উল্যাহ পাটোয়ারীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাটোয়ারী, পিভিসিডিওএ লক্ষ্মীপুরের সহ সভাপতি নুরুল হুদা, পরিচালক মাহাবুব রাব্বানী, মোঃ মানিক হোসেন, সালেহ আহম্মেদ, মোঃ ইয়াকুব হোসেন ও রাশেদ গাজী প্রমূখ।
উল্লেখ্য রামগঞ্জ উপজেলায় কিডনি ডায়ালাইসিস সেন্টার না থাকায় অত্র উপজেলার কিডনি রোগে আক্রান্ত লোকজন নোয়াখালী সদর, কুমিল্লা বা ঢাকায় যেতে হতো।
এতে করে শারিরীকভাবে অসুস্থ্যসহ আর্থিক ক্ষতিগ্রস্থ হতো বলো জানালেন, আধুকিন কিডনি ডায়ালাইসিস সেন্টারের এমডি নাজমুল হাসান পাটোয়ারী।