নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ ট্রলি মালিকের ৩২ হাজার টাকা ও সয়াবিন তেলের বোতল থেকে নির্ধারিত মূল্য তুলে ক্রেতার কাছে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন আজ বৃহস্পতিবার রামগঞ্জ পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি বিপনন কর্মকর্তা মনির হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকতাসহ রামগঞ্জ থানার উপ-পরিদর্শক অলি উল্যাহ।
সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন জানান, সড়কের ক্ষতিসহ ফসলি জমির ক্ষতির অভিযোগের ভিত্তিতে সর্বশেষ আইনশৃঙ্খলা সভায় ট্রলি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। তারপরও একটি মহল সড়কে ট্রলি চলাচল অব্যাহত রাখলে দুইটি ট্রলি মালিকের ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একটি কোম্পানীর তেলের বোতল থেকে নির্ধারিত মূল্য তুলে অতিরিক্ত দামে বিক্রি করে ক্রেতাদের ঠকানোর অপরাধে কাঁচা বাজার সড়কের মারওয়া স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।