নিজস্ব প্রতিবেদক: রামগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ উদয়পুর ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির তৃতীয়তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।
একাডেমি প্রাঙ্গনে জাঁকজমকপূর্ন পরিবেশে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন আয়োজন শেষে পুরুস্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অধ্যক্ষ খন্দকার আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভুইয়া সিআইপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এম এ গোফরান, ভোলােেকাট ইউপি সাবেক চেয়ারম্যান কামাল হোসেন চৌধুরী প্রমূখ।