নিজস্ব প্রতিবেদক: রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৩ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫ শতাধীক শিক্ষার্থী করোনা টিকা গ্রহণ করেছেন।
আজ মঙ্গলবার দিনব্যপি চন্ডিপুর ইউনিয়নের ইঞ্জিনিয়ার জাহীদুর রহমান শাহীনের বাসভবনে এ টিকা প্রদান করেন রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও কর্মকর্তাবৃন্দ।
চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের ৭ শতাধীক, চন্ডিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ২শ ২০ জন ও হরিশ্চর দাখিল মাদ্রাসার ৫ শতাধীক ফাইজারের ২য় ডোজ টিকা গ্রহণ করেন।
চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চন্ডিপুর ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার জাহীদুর রহমান শাহীন জানান, সবদিক বিবেচনা করে এবং শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে স্থান নির্ধারণ করে শিক্ষার্থীদের টিকা দেয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বতস্পূর্ত সাড়া পেয়েছি আমরা।