সোহাগ কবিরাজ: চাটখিল উপজেলার ১ নম্বর সাহাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মধ্য মমিনপুর মসজিদ বাড়ীর বাসিন্দা দীর্ঘদিনের ইউপি সদস্য কবির হোসেন মেম্বার (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ীর মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
কবির হোসেন মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
মৃত কবির হোসেন মেম্বারের জানাজার নামাজ পড়ান মমিনপুর দাখিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ ও মসজিদ বাড়ীর জামে মসজিদের খতীব আবুল কাশেম মাওলানা।