নিজস্ব প্রতিবেদক: অস্ত্র ও মাদক উদ্ধার এং গ্রেফতারি পরোয়ানা তামিলে জেলার শ্রেষ্ঠ উপ পরিদর্শক নির্বাচিত হয়েছেন রামগঞ্জ থানার উপ পরিদর্শক সৈয়দ দেলোয়ার হোসেন।
আজ বৃহস্পতিবার জেলা পুলিশ লক্ষ্মীপুরের আয়োজনে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মিলনায়তনে মাসিক কল্যাণ সভায় এ সন্মাননা তুলে দেন জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস মংনেথোয়াই মারমা, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব সাইফুল আলম চৌধুরী, আর আই পুলিশ লাইন্স, আর.ও.আইসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ।
কল্যাণ সভায় জেলা পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সকল থানার অফিসারদের মধ্য থেকে বিভিন্ন পদবীর অফিসারবৃন্দকে কর্মক্ষেত্রে সাফল্যের জন্য পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য রামগঞ্জ থানার উপ পরিদর্শক সৈয়দ দেলোয়ার হোসেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অস্ত্র ও মাদক বিক্রেতা ও মাদক উদ্ধারসহ গ্রেফতারি পরোয়ানা তামিল করে ব্যপক সুনাম কুড়ান। শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসাবে তিনি সন্মাননা স্মারক, সনদপত্র ও নগদ অর্থ পুরুস্কৃত হন।
রামগঞ্জ থানার উপ পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হকের সার্বিক তত্বাবধানে তিনি অত্র উপজেলার মানুষের জন্য সবসময় কাজ করে যেতে চান। তিনি সকলের দোয়া প্রার্থী।