নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জ পৌর আওগানখীল কাছেমুল উলুম মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের উদ্যেগে আধুনিক ও দৃষ্টিনন্দন বায়তুল আমান জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বঙ্গবাজার ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও আওগানখীল কাছেমুল উলুম মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক মজু মসজিদটির উদ্বোধন করেন।
জুমার নামাজের পর বিশিষ্ট আলেমেদ্বীন ও বক্তা মুফতি মোঃ মোস্তাকুন্নবী বিশেষ মুনাজাত পরিচালনা করেন।
কাছেমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা ইমরান হোসেনের সভাপতিত্বে মসজিদ উদ্বোধনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, রামগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী, বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ ইমাম হোসেন, ঢাকার মতিঝিল থানার সাবেক ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।