নিজস্ব প্রতিবেদক:
মায়ের সাথে নানার বাড়ীতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে লাশ হয়ে বাবার বাড়ী ফিরেছে ৩ বছরের শিশু মোঃ আয়িহান।
আজ বুধবার সকাল ১০টায় উপজেলার ভাদুর ইউনিয়নের রেয়াজ উদ্দিন পাটোয়ারী বাড়ীতে শিশু আয়িহানের মৃত্যুর ঘটনা ঘটে। আয়িহান রামগঞ্জ পৌর শহরের গুড ডে কোম্পানীর পরিবেশক সৈকত বাবুর ছেলে ও নন্দনপুর আমিন পাটোয়ারী বাড়ীর বাচ্চু পাটোয়ারীর নাতী।
বাড়ীর লোকজন জানান, গত ৪/৫দিন আগে শিশু আয়িহান মা জান্নাতুল ফেরদৌসের সাথে নানার বাড়ী ভাদুর গ্রামের বেড়াতে যায়। আজ বুধবার সকালে বাড়ীর সবার অগোচরে খেলতে গিয়ে কোন এক সময় নানা বাড়ীর পুকুরে ডুবে নিখোঁজ হয়।
বেশ কিছুক্ষণ পর আয়িহানের মা ও বাড়ীর লোকজন আয়িহানের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত করে। পরে স্থানীয় চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।
আয়িহানের বাবা সৈকত বাবু জানান, আমি গতরাতে শেষবার আমার ছেলেকে দেখি। আজ সকালে আমি প্রতিদিনকার মতো কাজে বের হওয়ার কিছুক্ষণ পরেই জানতে পারি আমার ছেলে পানিতে ডুবে মারা গেছে এ কথা বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।