নিজস্ব প্রতিবেদক:
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কেক কেট দিবসটির উদ্বোধন করেন উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সফিক মাহমুদ পিন্টুর তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে দেশ এগিয়ে চলছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক ব্যক্তিত্বের কারনে বাংলাদেশ আজ ডিজিটাল দেশে রূপান্তর লাভ করেছে। আগামী প্রজন্মের কাছে তা তুলে ধরারও আহবান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা তার বক্তব্যে বলেন, সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করার লক্ষে কাজ করে যাচ্ছেন। মাথাপিঁছু আয় বেড়েছে বহুগুন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মানিক প্রমূখ।
জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানের পরে অতিথিবৃন্দ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালি, সপ্তাহব্যপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার শুভ উদ্বোধন করেন।