ইকবাল হোসেন বাবু:
রামগঞ্জ স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উদ্যেগে স্বপ্নচূড়া ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।
পৌর চতলা গ্রামের একটি মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ঢাকার বঙ্গবাজার বন্ধুমহল ক্রিকেট একাদশ চাটখিল উপজেলা ক্রিকেট ক্লাবকে ৪১ রানের ব্যবধানে হারিয়ে জয়লাভ করে। জমকালো পরিবেশে ২য় বারের মতো এ আয়োজন দেখতে হাজার হাজার ক্রিকেটপ্রেমি খেলা দেখতে ভীড় করেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মাঝে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সাংসদ ও রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন খাঁন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসানের সভাপতিত্বে ও রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান বি.এস.সি’র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক, রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও কাউন্সিলর কামরুল হাসান ফয়সাল মাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মেহেদী হাসান শুভ, কাউন্সিলর মেহেদী হাসান সুমন, কাউন্সিলর শহিদ উল্যাহ, উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ শামছু, চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খাঁন, ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাবেদ হোসেন, ছাত্রলীগ নেতা মিলন আটিয়া ও স্বপ্নচূড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ফরহাদ হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে মানবিক কার্যক্রম ও স্বেচ্ছাশ্রমে প্রতিষ্ঠিত রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবকে বিশেষ সন্মাননা স্মারক উপহার দেন প্রধান অতিথি।