সাখাওয়াত হোসেন:
লক্ষ্মীপুরের রামগঞ্জে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শুক্রবার ২৫ মার্চ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এমদাদুল হকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ প্রমুখ।