ইকবাল হোসেন:
রামগঞ্জে স্মার্ট একাডেমিতে দিনব্যপি ফ্রি হেলথ্ ক্যাম্প উদ্বোধন করেছেন স্মার্ট টেকনোলজি বিডির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম।
আজ শুক্রবার বিকাল ৪টায় একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ফ্রি হেলথ্ ক্যাম্প উদ্বোধন করা হয়। এর পূর্বে সকাল থেকে রামগঞ্জ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসহায় গরীব রোগীদের বিভিন্ন সেবা প্রদান করেন স্মার্ট একাডেমি ও সন্ধানী বাংলাদেশ মেডিকেল ইউনিটের অভিজ্ঞ চিকিৎসকগণ।
এসময় উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজি বিডির ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচাল জহিরুল ইসলাম, বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি)র সভাপতি মজহার ইমাম চৌধুরী পিনু, কম্পিউটার সিটির ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মনিরুল ইসলাম মনি ও স্পীড টেকনোলজির চেয়ারম্যান মোশাররফ হোসেন সুমন প্রমূখ।