মামুনুর রশিদ:
মেধা বিকাশ ও মানোন্নয়নে উৎসাহ যোগাতে এই প্রথমবারের মতো লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধণা দিয়েছে কাজম উদ্দিন ফাউন্ডেশন। শুক্রবার সকালে সদর উপজেলার মান্দারী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এসময় তাদের মাঝে বৃত্তি সনদ ও নগদ টাকা বিতরণ করেন অতিথিরা।
এর আগে উপজেলার ৬৪টি স্কুলের পঞ্চম শ্রেণির ৬১৩জন শিক্ষার্থী কাজম উদ্দিন ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে। এ অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মান্দারী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৭জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধণা দেয়া হয়।
কাজম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজম উদ্দিনের সভাপতিত্বে এবং মান্দারী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী। এতে বিশেষ অতিথি ছিলেন চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক সহিদুল ইসলাম, উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুদ্দিন বাবুল।
এছাড়াও লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও মান্দারী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. আবদুল আহাদ, পরিচালক মোহাম্মদ হানিফ, মোস্তফা মোল্লা, মান্দারী বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, নাছিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন প্রমুখ।
জানা গেছে, করোনার ভয়াল থাবায় পিছিয়ে পড়া গ্রামীণ ছেলেমেয়েদের পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কাজম উদ্দিন ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা চালু করা হয়।