সাখাওয়াত হোসেন সাকা:
লক্ষ্মীপুরের রামগঞ্জে আব্দুল মান্নান ভূইঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র, অসহায় ও খেটে খাওয়া দিনমজুর ১শত ৫০টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
শনিবার ২এপ্রিল সকাল ১০টার দিকে রামগঞ্জ উপজেলাধীন পৌরসভার ২নং ওয়ার্ডভূক্ত বাঁশঘর ভূইঁয়া বাড়িতে উক্ত খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
উল্লেখ্য, জনপ্রতি এ খাদ্য সামগ্রীগুলোর মধ্যে চাল ৫ কেজি, মশারীর ডাল ১ কেজি, ডাল ১ কেজি, ছোলা ১ কেজি, লবন ১কেজি, খেজুর ১কেজি, তেল ১লিটার, মুড়ি ১কেজি, আলু ৩কেজি, পেঁয়াজ ২কেজি, রসুন ১কেজি, চিনি ১কেজি।
আব্দুল মান্নান ভূইঁয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মাসুদ আলম ভূঁইয়া এবং পরিচালক মোঃ রাশেদ আলম ভূইঁয়া উপস্থিত থেকে উপরোক্ত উপহারসামগ্রী প্রদান করেন। উনারা দু’জনই মৃত আব্দুল মান্নান ভূইঁয়ার ছেলে।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর ২নং ওয়ার্ড কমিশনার আবু সুফিয়ান ভূঁইয়া।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মাসুদ আলম ভূঁইয়া জানান, মানবিকতার তাগিদে সকল বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এসব নিম্ম আয়ের মানুষগুলোকে যথাসাধ্য সহায়তা করা উচিৎ। তাছাড়া ভবিষ্যতে তাদের এ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।