নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জে ৪টি বিচারাধীন মামলার পলাতক আসামী হাফিজ আহাম্মদ হাফিজ (৩০) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একদল সদস্য।
শনিবার দিবাগত গভীর রাতে রামগঞ্জ পৌর শিশুপার্ক এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটো।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটককৃত হাফিজ আহাম্মদ হাফিজ চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১২টায় রামগঞ্জ শিশুপার্ক এলাকা থেকে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোঃ মোশারফ হোসেন, মোঃ নুরুল ইসলাম ও সহকারী উপ পরিদর্শক মোঃ সুলতান মাহাবুব হাফিজকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৪টি মামলা বিচারাধীন রয়েছে।