নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জ- হাজীগঞ্জ- লক্ষ্মীপুর সড়কের বাইপাস এলাকা অংশের তীব্র যানজট নিরসনে ফুটপাত থেকে হকার ও শতাধীক ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করা হয়।
আজ সোমবার সকাল ১১টা থেকে রামগঞ্জ পুলিশ বক্স চত্বর, মেয়র মার্কেট এলাকার ব্রীজের উপর, পৌরসভা গেইট, হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার সড়ক, হোটেল রেস্তোরা সড়ক, মাছ ও তরকারী বাজার সংলগ্ন সড়ক এলাকায় এ অভিযান চালায় পুলিশ। এসময় সড়কের দুই পাশ থেকে চটপটি-পুচকা, খোলা ইফতারি বিক্রির টং দোকান, শাকসবজি ও তরকারীর দোকান উচ্ছেদে অভিযান চালায় পুলিশ।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক জানান, আমরা লোক দেখানোর জন্য কাজ করিনা। ফুটপাতের এসব দোকানের কারনে বাইপাস সড়কে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। মানুষের দূর্ভোগ দুর করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।