নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলার একমাত্র শহীদ মুক্তিযোদ্ধা ক্লাব লক্ষ্মীধরপাড়া শহীদ বীর মুক্তিযোদ্ধা এনায়েত স্মৃতি সংঘের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক অসহায় দরিদ্র রোগীকে বিনা পয়সায় ব্যবস্থাপত্র প্রদান করেন রামগঞ্জ সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফয়সাল ইসলাম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ৯নং ভোলাকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার হাজ¦ী ফজলুল হক, রামগঞ্জ আলিয়া মাদ্রাসার আরবী প্রভাষক শাহ মোঃ আবদুল্লাহ, এনায়েত স্মৃতি সংঘের সহ সভাপতি মোঃ আরিফ হোসেন, সাবেক সভাপতি মনির হোসেন জসিসহ এলাকার গন্যমান্য ব্যি বর্গ।
এনায়েত স্মৃতি সংঘের সহ-সভাপতি আরিফ হোসেন ও সদস্য ডাঃ ফয়সাল জানান, এখন থেকে প্রতি মাসে আমরা দুইবার করে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করবো। এলাকার অসহায় ও দুস্থ মানুষ এতে চিকিৎসাসেবা পাবেন।