নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার বিদায় ও সদ্য যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরার বরণ উপলক্ষে স্থানীয় সাংসদ ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন।
লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁন গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
রামগঞ্জ উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা চট্টগ্রামে ও চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মীরা পদন্নোতি পেয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে বৃহস্পতিবার (৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
বিদায়ী ও সদ্য যোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফ আস শামসের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শফিক মাহমুদ পিন্টু, সাধারণ সম্পাদক আ.ক.ম. রুহুল আমিন, রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ।
এসময় রামগঞ্জ উপজেলাস্থ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ নেতৃবৃন্দ।