নিজস্ব প্রতিবেদক:
আজ ১০ এপ্রিল বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন ।
লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইন্স প্রান্ত থেকে উক্ত ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা, পুলিশ সুপার, লক্ষ্মীপুর মহোদয়। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মিমতানুর রহমান পিপিএম, আরওআই, আরআই, সিআইডি কর্মকর্তা, হাইওয়ে পুলিশের কর্মকর্তা সহ লক্ষ্মীপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যবৃন্দ।
এছাড়া গৃহ হস্তান্তর উপলক্ষে রামগঞ্জ থানা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, ওয়ার্ড কাউন্সিলর দেলােয়ার হোসেন ও উপ পরিদর্শক ইভা সাহা প্রমূখ।