নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকার অর্ধ শতাধীক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার-চাল-ডাল-তেল ও নুনসহ নিত্য প্রয়োজনী পন্য উপহার দেয়া হয়েছে।
খাদেম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ও জমজম চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় অভিরামপুর ব্যপারী বাড়ীর সামনে এ উপহার দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।
খাদেম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পরিচালক গোলাম রহমানের সার্বিক তত্বাবধানে এসময় উপহার বিতরণ করেন রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি মোঃ ফারুক হোসেন।
খাদেম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আবদুর রশিদ পাটোয়ারী জানান, আমরা প্রথম পর্যায়ে ৫০জনসহ পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় এ উপহার পৌঁছে দিবো ইনশাল্লাহ।