নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর মধ্যআঙ্গারপাড়া পাকার মাথা সংলগ্ন পাটোয়ারী বাড়ীর দরিদ্র কৃষক মোঃ আবুল হাসেমের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার দুপুরে আগুন লেগে রামগঞ্জ পাটবাজার সড়কের ৭ দোকান পুড়ে যাওয়ার ঘটনার একদিন পর গতকাল রবিবার রাত ৯টায় আগুনের সূত্রপাত বলে জানালেন, গৃহকর্তা আবুল হাসেম মিয়া ও বাড়ীর লোকজন।
বাড়ীর লোকজন জানান, বাড়ীর সব পুরুষরা যখন তারাবীর নামাজ পড়তে চলে যান। তখনি বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রামগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
কৃষক মোঃ আবুল হাসেম পাটোয়ারী জানান, আগুনে তার বসতঘর, মূল্যবান মালামালসহ প্রায় ৫লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। আমার সব শেষ করে দিয়েছে আগুনে।
রামগঞ্জ থানার উপ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন জানান, প্রাথমিক ভাবে তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করছি।
রামগঞ্জ ফায়ার ষ্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর কামরুল হাসান গণমাধ্যমকে জানান, খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ করেছে। প্রাথমিকভাবে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করছি। ক্ষয়ক্ষতি নিরূপনে তালিকা তৈরি করা হবে।
এদিকে গত শনিবার (৯ এপ্রিল) দুপুরে রামগঞ্জ সোনাপুর বাজার সড়কের পাট বাজার নামকস্থানে কামারের দোকান থেকে আগুন সূত্রপাত হয়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ও ২ টি ব্যবসা প্রতিষ্ঠান আংশিক পুড়ে যায়।
এসময় প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও উপজেলা প্রশাসনের কোন দফতর থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে কোন ধরনের সহযোগীতা করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা।