মোঃ সাখাওয়াত হোসেন সাখা:
পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে রামগঞ্জ থানা পুলিশ কর্তৃক গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে মোঃ পারভেজ নামক এক ইভটিজারকে।
গ্রেফতারকৃত ইভটিজার মোঃ পারভেজ (২০) উপজেলার করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর গ্রামের মোঃ শামছুল হকের ছেলে।
থানা পুলিশ সূত্র মতে, শনিবার শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার খবরে রামগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক তাৎক্ষনিক মোবাইল টিমকে ঘটনাস্থলে প্রেরন করেন। মোহাম্মদীয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক আবু ইউসুফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ইভটিজিংকারীকে আটক করেন।
এরপর এসআই আবু ইউসুফ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে ইভটিজারকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩৫৪ ধারায় মোঃ পারভেজকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে যথাযথ নিয়মে উক্ত ইভটিজারকে জেল হাজতে প্রেরন করা হয়।