রেদোয়ান সালেহীন নাঈম: রামগঞ্জ উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী খাদেম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যেগে হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার ৪শতাধীক দুস্থ্য মানুষের মাঝে চিনি সেমাই বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দিনব্যাপী উপজেলার শ্রীপুর, অভিরামপুর, রতনপুর ও চন্ডীপুর গ্রামে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
পৌর ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান সুমন, রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান বি.এস.সি, পেশাজীবি মোঃ শরিফুল ইসলাম ও নুর মোহাম্মদের সার্বিক তত্বাবধানে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি এসময় উপহার সামগ্রী বিতরণ করেন।