নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জে বহুল আলোচিত ফেসবুকভিত্তিক সামাজিক ও স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম সম্ভাবনার রামগঞ্জ গ্রুপের পক্ষ থেকে আজ বুধবার বিকাল ৪টায় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে কোরআন তেলোয়াত, দেশাত্মবোধক গান প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গ্রুপের এডমিন মোঃ আনোয়ার হোসেন (আনু) এর সভাপতিত্বে ও মডারেটর মোঃ রাসেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোক্তা মোঃ সামছুল আলম।
বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি ও সাংবাদিক মাহমুদ ফারুক, সমাজসেবক মাসুদ ভূঁইয়া, আনোয়ার ফারুক, সাংবাদিক পারভেজ হোসাইন, মডারেটর বেলায়েত খান, সোহেল আহমেদ, রেহানা আমিন, রয়েল বেঙ্গল কনস্ট্রাকশন এর পরিচালক জসিম আটিয়াসহ প্রমূখ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয় পবিত্র মাহে রমজানের পুরো মাস ব্যাপী সম্ভাবনার রামগঞ্জ গ্রুপের পক্ষ থেকে কোরআন তেলোয়াত ও ২৬ মার্চ উপলক্ষ্যে দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই দুইটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে যাচাই-বাছাই করে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।