রামগঞ্জের নন্দনপুর গ্রামের কুখ্যাত পরীর ছেলে অন্তু ৪০ বোতল ফেন্সিডিলসহ আটক
জহিরুল ইসলাম টিটু:
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৪০ বোতল ফেন্সিডিলসহ ফারদীন বিন আলমগীর প্রকাশ অন্তু ওরপে আবীর (২০) নামে এক কিশোর গ্যাং লিডারকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (২০ মে) বিকেল সাড়ে ৩ টার সময় লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ,এইচ,এম কামরুজ্জামান (পিপিএম সেবা) এর সার্বিক দিক নির্দেশনা ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানার উপ পরিদর্শক দেলোয়ার হোসেন, উপ পরিদর্শক দিবাকর রায় ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনা-বেচার প্রাক্কালে রামগঞ্জ পৌর শহরের ৫ নং ওয়ার্ডস্থ কচুয়া সাকিনের মেসার্স শহিদ এলপিজি ফিলিং স্টেশনের সামনের পাকা রাস্তার উপর থেকে ফারদীন বিন আলমগীর প্রকাশ অন্তু ওরপে আবীর নামের কিশোর গ্যাং লিডারকে আটক করে।
এসময় অপর সহযোগী পালিয়ে যায় বলেও জানায় রামগঞ্জ থানা পুলিশ।
তথ্যমতে জানা যায়, এই ফারদীন বিন আলমগীর প্রকাশ অন্তু ওরপে আবীর রামগঞ্জের প্রভাবশালী মহিলা মাদক কারবারি ও পতিতার সর্দার ফাতেমা আক্তার পরীর ছেলে।
সে রামগঞ্জ পৌর শহরের ৫নং ওয়ার্ডস্থ নন্দনপুর গ্রামের সর্দার বাড়ির মো. আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানান, নন্দনপুর গ্রামের কয়েকজন রাজনীতিবিদের মদদে ফাতেমা আক্তার পরী ও তার ছেলে মাদকসহ অপ্রীতিকর কার্যক্রমে জড়িত রয়েছে। আটককৃতের মা পরীর বিরুদ্ধে প্রতারনা মামলাসহ পতিতাবৃত্তির অভিযোগ রয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, ৪০ বোতল ফেন্সিডিলসহ আসামীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।