ইকবাল হোসেন:
লক্ষ্মীপুরের রামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ আজ উদ্বোধন হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় রামগঞ্জ সরকারী কলেজ মাঠে এ খেলার উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা।
এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমীন, সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও লামচর ইউপি চেয়ারম্যান ফয়েজুল্লাহ জিসান, দরবেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান ও কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দীন খাঁন প্রমূখ।
খেলায় ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১১টি দল অংশগ্রহণ করছে বলে জানান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।